Product Availability & Pricing Difference:

ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আমাদের আউটলেটে এভেইলেবল না। ওয়েবসাইটের সকল প্রাইস স্পেশাল , এই প্রাইস আউটলেটে প্রযোজ্য নয়

ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আমাদের সেন্ট্রাল সাপ্লাই ডিস্ট্রিবিউশন দ্বারা নিয়ন্ত্রিত, ওয়্যারহাউজ থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করে তারপর হোম ডেলিভারিতে পাঠানো হয়, ওয়েবসাইটে অর্ডার করলে আমরা ডিরেক্ট ডিলার থেকে নিয়ে পাঠাই,এক্ষেত্রে আমাদের প্রাইস কম পরে এবং হাতে সময় থাকার কারনে আমরা ডিরেক্ট ডিলার প্রাইসে পাই, লো প্রাইসের অফার করা ডিলার থেকে প্রোডাক্ট কালেক্ট করার সময় পাই।

ওয়েবসাইটের প্রাইস অনেক গুলোই স্পেশালি দেওয়া হয়, এছাড়া অনেক প্রোডাক্ট ডিরেক্ট আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর ওয়ারহাউজ থেকে ডিসপ্যাচ হয়, ওয়েবসাইট এবং অনলাইন অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমাদের ডিফারেন্ট টিম আছে, এছাড়া অনলাইন অর্ডারে আমাদের জেনারেল অপারেশন কস্টিং ও কম এবং ভালো প্রাইস এরেঞ্জ করতে পারি।

এছাড়া স্পেশাল ফ্ল্যাশ সেল,লিমিটেড সেল,১ ঘন্টার সেল সহ বিভিন্ন সেলে একদম ডিরেক্ট ইম্পোর্ট রেটেও মাঝে মাঝে প্রোডাক্ট দেওয়া হয়, সাপ্লায়ার যদি প্রোডাক্ট ক্লিয়ার করতে চায় তখন আমরা অনেক কমিয়ে দেই প্রোডাক্টের দাম ক্লিয়ারেন্স সেল গুলোতে।

শপের প্রাইজিং এর ব্যাপারে স্পেশাল নোটঃ

শপের প্রোডাক্ট গুলো আমাদের দীর্ঘ দিন স্টক করে রাখতে হয়, এছাড়া শপে অনেক প্রোডাক্ট রেডি করে ইন্সট্যান্ট দিতে গেলে আমাদের রিসেলার প্রাইসে কিনে তারপর দেওয়া লাগে, এছাড়া শপে বিভিন্ন ডিলারের প্রোডাক্ট থাকে, যেগুলোর কমিশন সিস্টেম ও আলাদা, তাই আমাদের কস্টিং বেশী পরে, রিটেইল প্রাইস বেশী হয়ে যায়, শপে আমাদের রিটেইল প্রফিট সিস্টেম আলাদা, এছাড়া শপে আমাদের দোকান ভাড়া, গর্ভানমেন্ট ভ্যাট ৫%, সার্ভিস চার্জ, স্টাফ খরচ, অন্যান্য মেইনটেনেন্স কস্ট ইত্যাদির কারনে বেশী খরচ যায় এবং ইনভেস্টমেন্ট বেশী লাগে।

এছাড়া শপে প্রোডাক্ট রেডি স্টকে রাখা লাগে অনেকদিন, শপে ইন্সট্যান্ট প্রোডাক্ট রেডি করে দিতে গেলে বেশী খরচ লাগে তাই দাম ৫০-৫০০৳+ হতে পারে প্রোডাক্ট ভেদে!

আর মাঝে মাঝে আমরা শপের জন্য স্পেশাল স্টক নিয়ে আসি, সেটা আমরা ফেসবুকে জানিয়ে দেই।

তাই বেস্ট ডিলে নিতে চাইলে ওয়েবসাইটেই অর্ডার করুন!

তবে শুধুমাত্র অনলাইন অর্ডার সাপেক্ষে এই প্রাইসে আমাদের পক্ষ থেকে অর্ডার কনফার্মেশনের পর আউটলেট থেকে কালেক্ট করতে পারবেন।

প্রাইসিং পরিবর্তনের কারনঃ

প্রাইস প্রতিনিয়ত পরিবর্তনশীল !!
বেস্ট ডিলে প্রোডাক্ট কিনতে ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন

"প্রোডাক্টের প্রাইস কনফার্ম করা সম্ভব না অর্ডার ফাইনাল কনফার্ম করার আগ পর্যন্ত"

আমাদের স্টক প্রাইস সবসময় পরিবর্তনশীল,
কারেন্সি পরিবর্তন, ওয়েট চার্জ পরিবর্তন এবং স্টক পরিবর্তনের কারনে এই প্রাইস উঠানামা করে, এছাড়া আমাদের রয়েছে বিভিন্ন সাপ্লায়ার এবং ডিস্ট্রিবিউটর, একেক ডিস্ট্রিবিউটর একেক রকম প্রাইস দিয়ে থাকে এবং সেটা ঘন্টায় ঘন্টায় উঠানামা করে, তাই ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টের প্রাইস বাড়লে আমাদের কেও বাড়াতে হয়, আবার কমলে আমরাও কমিয়ে দেই ওয়েবসাইটে, তবে কোন কারনে ওয়েবসাইটে আপডেট করা না হলে অর্ডার কনফার্মেশনের আগে আমরা সেটি জানিয়ে দিবো।

ধন্যবাদ।
এই ওয়েবসাইটের সকল কন্সেপ্ট, লেখা ও ছবি
অনুমতি ছাড়া নকল করা ও অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ নিয়মের পরিপন্থী।
All Rights & Copyrights Reserved by Extreme Gadgets®